সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস।মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের তেতুলিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির ১২টি আসনে বুধবার মনোনয়ন জমা করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিরোধী দলের কোনো প্রার্থী মনোনয়ন জমা না করাই ১২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, তেতুলিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির মোট ভোটার ৮০০ জন।
তৃণমূলের রাজ্য সম্পাদিকা শাওনী সিংহ রায় বলেন, ‘এই সমবায় সমিতির ১২ টি আসনের সব’কটি আসনে প্রার্থী দিয়েছিলাম আমরা। বিরোধী দলের কোন প্রার্থী না থাকাই আমাদের ১২ জন তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে।’ সমবায় সমিতি দখল হতেই তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মনোনয়ন জমার সময় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদিকা শাওনী সিংহ রায়, ব্লক সভাপতি গোলাম মোহাম্মদ আকবরী, তেতুলিয়ার অঞ্চল সভাপতি আশরাফুল আলম সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct