রূপম চট্টোপাধ্যায়, হুগলি, আপনজন: গত ২৯ জুলাই ২০২৪ রিষড়া রেলওয়ে স্টেশনে নির্মম ভাবে কয়েকশো দেশীয় পাখি হত্যার বিষয়ে এবার পশু প্রেমীদের সংগঠন ‘আশ্রয়’ স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার / ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে ইনফরমেশন এ্যাক্ট ২০০৫ এবং ডব্লিউ বি আর টি আই রুলস ২০০৬ অনুয়ায়ী তথ্য জানার অধিকার আইনে জানতে চাইল একগুচ্ছ বিষয়।
যেমন রেলের কোনো আধিকারিক গাছ কাটার অনুমতি নিয়েছিলেন কিনা? নিয়ে থাকলে কে আবেদন করেছিলেন? অনুমতি দেওয়া হয়েছিল কিনা? গাছ কাটার আগে কোনো অনুসন্ধান করা হয়েছিল কিনা? গাছ কাটার আগে গাছে বসবাসকারী পাখিদের সরানোর বিষয়ে কোনো পদক্ষেপ করা হয়েছিল কিনা? গাছ কাটার পরে কতগুলো পাখি বনদপ্তর উদ্ধার করতে পেরেছে? রিষড়া স্টেশনে গাছ কাটার পরে কতগুলো পাখি ও পাখির নষ্ট ডিম বনদপ্তর নিয়ে গেছে সেসব জানতে চাওয়া হয়েছে ওই আরটিআইয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct