আপনজন ডেস্ক: দেশের মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের জন্য বরাদ্দ ওয়াকফ সম্পত্তি পরিচালনা করতে ১৯৯৫ সালে তৈরি হওয়া ওয়াকফ অ্যাক্ট সরকারের তরফে সংশোধনের পদক্ষেপের তীব্র বিরোধিতা ও এটিকে ফিরিয়ে নিয়ে সরকার যেনো সাংবিধানিক অধিকার সকল নাগরিকের জন্য সমান ভাবে সুনিশ্চিত করে সেই দাবি জানালেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি এম কে ফায়জি।তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, ওয়াকফ আইনের সংশোধন ভারত সরকারের একটা খুব কুটিল পদক্ষেপ। এটা সুচিন্তিত ভাবে নেওয়া একটা পদক্ষেপ যেটা ভারতীয় সংবিধানের ২৫ - ২৮ অনুচ্ছেদে সংশ্লিষ্ট ধর্মের মৌলিক অধিকার কে অস্বীকার করে। যার উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা এবং তাদের অস্তিত্ব দাসত্বের পর্যায়ে নিয়ে যাওয়া। একদশক আগে ক্ষমতায় আসার পর আরএসএস এর মতাদর্শী গোলওয়ালকারের সাম্প্রদায়িক মনোভাব দ্বারা পরিচালিত বিজেপি সরকার মুসলিমদের নাগরিকত্ব হরণের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে বদ্ধপরিকর। কেন্দ্রে এবং বিজেপি শাসিত রাজ্যে প্রধান কাজই হয়ে গেছে মুসলিমদের ক্ষতিসাধন।
ওয়াকফ সম্পত্তি কিন্তু জনগণের সম্পত্তি নয়। এই সম্পত্তি বিভিন্ন গুনি মুসলিমদের দ্বারা দানকৃত সম্পত্তি ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহারে যেমন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং বিভিন্ন দান-খয়রাতে কাজে লাগানো জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct