অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বেকার যুবক-যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তুলবার লক্ষ্যে শুরু হলো বিশেষ প্রশিক্ষণ। ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শুভজিৎ মন্ডল, গঙ্গারামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার সহ আরো অনেকে। উল্লেখ্য, বাংলার বেকার যুবক যুবতীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে চাকরির উপযোগী করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সরকার ২০১৬ সালে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প শুরু করে। শুধু তাই নয় পশ্চিমবঙ্গ সরকার স্কুল ছুট ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প চালু করেছিল। সেই বিষয়টিকে মাথায় রেখেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক প্রশাসনের তরফে বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তুলবার লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবির শুরু করা হয়েছে।
গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতি এই প্রশিক্ষণ দেবার ক্ষেত্রে ‘ট্রেনিং প্রোভাইডারের’ ভূমিকা পালন করবে। এর ফলে প্রশিক্ষণ দেবার জন্য অর্থ প্রাইভেট পার্টনারের পরিবর্তে পঞ্চায়েত সমিতিকেই দেয়া হবে। প্রায় চার মাস ধরে প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, ‘পঞ্চায়েত সমিতি এই কাজটি প্রথম বার করছে। আপাতত মোবাইল রিপেয়ারিং এর উপর এই প্রশিক্ষণ দেয়া হবে। পঞ্চায়েত সমিতি ট্রেনিং পার্টনার হিসেবে কাজ করবে। গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল জানান, বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct