সাবের আলি, ভরতপুর, আপনজন: বাংলার আবাস যোজনা হল ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রবর্তিত একটি আবাসন প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থনৈতিকভাবে দুর্বল অংশের জন্য আবাসন সুবিধা প্রদানের জন্য কাজ করার জন্য এই উদ্যোগের পরিকল্পনা করেছেন। এই গ্রামীণ প্রকল্পের মাধ্যমে, রাজ্য সরকার দরিদ্র ও দরিদ্র লোকদের বিনামূল্যে ঘরের সুবিধা দেবেগ্রাম পঞ্চায়েতে । ভরত পুর থানার। গড্ডা গ্রামের আবাস বাংলা। যোজনার তালিকা তৈরি নিয়ে গণ্ডগোলের জেরে ভরতপুর ১ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল। মঙ্গলবার রাতের ওই ঘটনা ভরতপুর থানার গড্ডা গ্রামের। সামসুল হক নামে ওই কর্মাধ্যক্ষকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে অভিযুক্তরা পলাতক।
ভরতপুর ১ পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মূখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ি রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগে ডিসেম্বর মাস থেকেই বাংলা আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে। সেই হিসেবে এই ব্লক এলাকায় কিছু সংখ্যায় দুঃস্থ পরিবারের তালিকা তৈরির নির্দেশ দেয় জেলা প্রশাসন। তাই মঙ্গলবার এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভা হয় সংশ্লিষ্ট বিডিও অফিসে। আলোচনায় প্রত্যেক সংসদ এলাকায় কয়েকটি দুঃস্থ পরিবারের নামের তালিকা তৈরি করার জন্য জনপ্রতিনিধিদের অনুরোধ করা হয়।
বিদ্যুৎ কর্মধাক্ষ্যকেও চারজনের নামের তালিকা তৈরি করার অনুরোধ করা হয়েছিল। ওই মিটিং সেরে স্থানীয় গড্ডা পঞ্চায়েত এলাকার ৮ নম্বর সংসদের পঞ্চায়েত সমিতির সদস্য সামসুল সাহেব সন্ধ্যা নাগাদ বাড়িতে পৌঁছন। বাড়ি পৌঁছেই স্থানীয় বাসিন্দাদের ঘরের তালিকা তৈরির বিষয়ে বলেন। এরপর রাত আটটা নাগাদ তাঁর বাড়িতে এসে হঠাৎ তৃণমূল কংগ্রেসের সাতজন সদস্য চড়াও হয় বলে অভিযোগ। সামসুল সাহেব বলেন, আমি গ্রামে ফেরার পরেই বাসিন্দাদের বলেছিলাম গ্রামের দুঃস্থ, বিধবা অথবা যাঁদের ঘরের প্রয়োজন রয়েছে তালিকায় তাঁদের নাম দেওয়া হবে। কিন্তু দলেরই সাতজন সদস্য এটা মানতে চাইছিল না। রাতেই বাড়িতে ঝামেলা জুড়ে দেয়। পরে হামলা করে। ওদের দাবি ছিল কাটমানি নিয়ে ঘরের তালিকা তৈরি করতে হবে। আমি তা মানতে চাইনি বলে ব্যাপক মারধর করা হয়। সেই সময় আমার নাতনি রেহেনা পারভিন বাঁচাতে এলে ওকে মাটিতে ফেলে মারধর করা হয়। পরে প্রতিবেশিরা এসে আমাদের উদ্ধার করেন।
ঘটনায় বুধবার সকালে সামসুল হকের বোন প্রমিলা বিবি ভরতপুর থানায় সাতজনের নামে অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। এবিষয়ে তৃণমূল কংগ্রেসের ভরতপুর ১ ব্লক সভাপতি নজরুল ইসলাম বলেন, ঘটনার কথা আমি শুনেছি। দুইপক্ষের কাছেই আসল বিষয়টি জানার চেষ্টা চলছে। তবে পুলিস পুলিসের কাজ করবে। ভরতপুর ১ বিডিও দাওয়া শেরপা বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct