সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ঐতিহাসিক লালবাঁধের জলে ডুবে হেক্টরের পর হেক্টর কৃষিজমি, বাঁধের গার্ড ওয়াল ভেঙে জল বের করতে গেলে পুলিশের বাধা, পুলিশকে ঘিরে ব্যপক বিক্ষোভ চাষীদের ।পরিকল্পনার ভুলে ঐতিহাসিক লালবাঁধের জলে ডুবে গেছে হেক্টরের পর হেক্টর কৃষিজমি। ডুবে যাওয়া কৃষিজমির জল বের করার উদ্যেশ্যে আজ বাঁধের গার্ড ওয়াল ভাঙার চেষ্টা করেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। এরপরই পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্থ কৃষকরা।
বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ঐতিহাসিক লালবাঁধ সংস্কার করার পর কিছুদিন আগে মাছ চাষের জন্য ওই দিঘি লিজে দেওয়া হয়। দিঘির জলধারণ ক্ষমতা বৃদ্ধি করতে মাছ চাষী দিঘির জল বের হওয়ার রাস্তায় তিন ফুট উঁচু করে গার্ড ওয়াল নির্মাণ করান। সম্প্রতি অতি বৃষ্টির জেরে লালবাঁধের জলস্তর বেশ কিছুটা বৃদ্ধি পায়। আর তাতেই লালবাঁধ লাগোয়া হেক্টরের পর হেক্টর জমি লালবাঁধের জলে ডুবে যায়। জলে ডুবে থাকা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আজ সকালে স্থানীয় চৌকান ও দক্ষিণ মগরা গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকরা গাঁইতি কোদাল নিয়ে লালবাঁধের জল বের হওয়ার নিকাশী নালার মুখে নব নির্মীত গার্ড ওয়াল ভাঙতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকরা। বিক্ষোভকারীদের দাবী শতকের পর শতক ধরে লালবাঁধের অতিরিক্ত জল দিঘির নিকাশি নালা দিয়ে বেরিয়ে সরাসরি নদীতে চলে যেত। এর ফলে কোনোদিনই লালবাঁধের পার্শ্ববর্তী এলাকায় জল ঢোকেনি। সম্প্রতি দিঘির মাছচাষী দিঘির নিকাশি নালার মুখে তিন ফুট উঁচু গার্ড ওয়াল তৈরী করান। তার উপর নেট দিয়ে ঘিরে ফেলা হয়। একদিকে গার্ড ওয়াল অন্যদিকে গার্ড ওয়ালের উপরে থাকা নেটে কচুরি পানা আটকে গিয়ে দিঘির জল নিকাশে বাধার সৃষ্টি করে। আর তাতেই দিঘির জলে হেক্টরের পর হেক্টর জমির ফসল নষ্টের পাশাপাশি দিঘি তীরবর্তী গ্রামে জল ঢোকার আশঙ্কা তৈরী হয়েছে। অবিলম্বে প্রশাসন ওই গার্ড ওয়াল ভেঙে দিঘির বাড়তি জল বের করার ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct