আপনজন ডেস্ক: দীর্ঘ আট মাস পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে ফিরেছেন রোহিত শর্মা। সর্বশেষ গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি তার শেষ ওয়ানডে ছিল। দীর্ঘদিন পর নামলেও ব্যাটিং ছন্দটা ঠিকই ধরে রেখেছেন ভারতীয় অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ফিফটি করেছেন রোহিত। তবে দলকে জেতাতে পারেননি। প্রথম ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ভারত হেরে গেছে। আজ সিরিজে সমতা ফেরাতে তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমেছে তারা। দলের জয়ে তার ইনিংস কাজে না এলেও ব্যক্তিগত কাজে এসেছে।
আজ আইসিসির প্রকাশিত র্যাংকিংয়ে সুখবর পেয়েছেন রোহিত। দুই ইনিংস মিলিয়ে মোট ১২২ রান করে এক ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন তিনি। দীর্ঘ ২৯ মাস পর প্রথমবারের মতো শীর্ষ তিনে জায়গা পেয়েছেন ‘হিটম্যান’ খ্যাত ব্যাটার। সর্বশেষ ২০২২ সালে ফেব্রুয়ারিতে শীর্ষ তিনে ছিলেন।
তাকে জায়গা ছেড়ে দিতে চারে নেমে গেছেন বিরাট কোহলি।
এতে করে শীর্ষে থাকা পাকিস্তানি ব্যাটার বাবর আজমের (৮২৪ রেটিং পয়েন্ট) সঙ্গে রোহিতের (৭৬৩) ব্যবধান দাঁড়িয়েছে ৬১। দুজনের মাঝে ৭৮২ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন শুভমান গিল। অন্যদিকে শ্রীলঙ্কার ব্যাটারজনিত লিয়ানাগে ১০ ধাপ এগিয়ে ৭৬ নম্বরে উঠে এসেছেন।
বোলিংয়ে দুই ওয়ানডে মিলিয়ে ৫ উইকেট নিয়ে ৫ ধাপ উন্নতি হয়েছে কুলদীপ যাদবের। বর্তমানে ৪ নম্বরে আছেন ভারতীয় চায়নাম্যান। ম্যাচ না খেলেও এক ধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের।
বর্তমানে ৩০ নম্বরে আছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। আর শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি।
৭১৬ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। অন্যদিকে অলরাউন্ডাদের র্যাংকিংয়েও শীর্ষ ১৩-তে কোনো পরিবর্তন হয়নি। ৩২০ রেটিং নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের মোহম্মদ নবী। তার পরেই আছেন সাকিব (২৯২ রেটিং পয়েন্ট)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct