আপনজন ডেস্ক: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই বুদ্ধদেবের মৃত্যু হয়েছে বলে জানান তার কন্যা সুচেতন ভট্টাচার্য। তার পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার থেকে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তির প্রস্তুতিও নেওয়া হয়েছিল। সকালে সেই অবস্থায় প্রাতঃরাশও করেন। কিন্তু তারপর তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। চিকিৎসকরা এসে জানান বুদ্ধদেববাবু মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাম মহলে।
উল্লেখ্য, ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct