আপনজন ডেস্ক: ‘জিব্রাল্টার স্প্যানিশ’ বলে ফেঁসে গেলেন স্পেন ফুটবল দলের অধিনায়ক আলভারো মোরাতা ও মিডফিল্ডার রদ্রি। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা দুজনকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
স্পেনের দক্ষিণে ভূমধ্যসাগরের প্রবেশপথে অবস্থিত জিব্রাল্টার যুক্তরাজ্যের ভূমি। গত ১৫ জুলাই স্পেনের ফুটবল দল ইউরো জয়ের উদ্যাপনের মধ্যে ‘জিব্রাল্টার ইজ স্প্যানিশ’ বলে স্লোগান ধরেছিলেন মোরাতা ও রদ্রি।
দুই স্প্যানিশ ফুটবলার জিব্রাল্টার স্প্যানিশ বলার পর উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছিল জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। তাঁদের বিরুদ্ধে ‘সাধারণ প্রতিপালনীয় আচরণ, শোভন আচরণের নীতিমালা ভঙ্গ, খেলাধুলার অনুষ্ঠানকে খেলাবিহীন প্রচারণার কাজে ব্যবহার, এবং ফুটবল, বিশেষ করে উয়েফার সম্মানহানি’ ধারায় অভিযোগ গঠন করে উয়েফা।
আজ অভিযোগের নিষ্পত্তি করে মোরাতা ও রদ্রির বিরুদ্ধে শাস্তির ঘোষণা দেয় মহাদেশীয় ফুটবল কর্তৃপক্ষ। আগামী ৫ সেপ্টেম্বর সার্বিয়ার বিপক্ষে খেলার কথা আছে স্পেনের। ম্যাচটিতে মোরাতা, রদ্রিরা খেলতে পারবেন না। বর্তমানে রদ্রি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং মোরাতা ইতালিয়ান ক্লাব এসি মিলান নিয়ে ব্যস্ত।
২.৬ বর্গকিলোমিটার আয়তন ও ৩৪ হাজার জনসংখ্যার জিব্রাল্টার ২০০ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের অধীন। ১৭১৩ সালে একটি যুদ্ধের পর ভূখণ্ডটি যুক্তরাজ্যকে হস্তান্তর করে স্পেন। পরবর্তী সময়ে স্পেন জিব্রাল্টারকে ফেরত দিতে বললে সেখানে গণভোটের আয়োজন করা হয়। দুই দফার গণভোটেই জিব্রাল্টারের মানুষ যুক্তরাজ্যের অংশ হয়ে থাকার পক্ষে মত দেয়। জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন ২০১৩ সালে উয়েফার সদস্যপদ লাভ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct