আপনজন ডেস্ক: জার্মানিতে হোটেল ধসে দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।
বুধবার পশ্চিম জার্মানির মোসেল ওয়াইন উৎপাদনকারী অঞ্চলের কেন্দ্রস্থলের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার বিভাগের এক মুখপাত্র বুধবার সিএনএনকে এ তথ্য নিশ্চিত করে জানান, ধসের সময় হোটেলটিতে ১৪ জন লোক ছিল। এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ জানিয়েছে, হোটেলটিতে তিনজন আটকা পড়েছিলেন। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়েছে। একজন এখনো আটকা আছেন। তবে নিহত একজনের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct