নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: কলকাতা হাইকোর্টের রায়ে ওবিসি শংসাপত্র বাতিলের প্রতিবাদে বুধবার এক গণডেপুটেশনের ডাক দেয় মুর্শিদাবাদের ‘ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ।’
এদিন বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড়ে গণ জমায়েতের আয়োজন করা হয়। তারপর মিছিল করে জেলাশাসকের দফতরে ডেপুটেশন দেওয়া হয়। ওবিসি সংরক্ষণ মঞ্চের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলাশাসকের কাছে ওবিসি সার্টিফিকেট বাতিলের বিরুদ্ধে এবং সুপ্রিম কোর্টে স্থগিত আদেশ দেয়ার জন্য ও রাজ্য সরকারকে যথাযথ ভূমিকা পালনের দাবিতে দাবিপত্র জমা দেওয়া হয়। জেলাশাসকের প্রতিনিধিকে গণ ডেপুটেশনের স্মারক লিপি তুলে দেয় ওবিসি সংরক্ষণ মঞ্চের এক প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন আব্দুস সালাম, রাহুল চক্রবর্তী, মোঃ আজমল হক, তায়েদুল ইসলাম ও শেখ মফেজুল। স্মারকলিপিতে যে সব দাবি তোলা হয় তার মধ্যে অন্যতম হল:ক্লাস নাইনের রেজিস্ট্রেশনের পোর্টালে ওবিসি-এ, ওবিসি-বি, সিডিউল কাস্ট, সিডিউল ট্রাইব সমস্ত বিভাগই রাখা হোক। কোনভাবেই শুধুমাত্র ওবিসি বিভাগ রেখে রেজিস্ট্রেশন করানো যাবে না। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়সহ কলেজগুলোতে উচ্চশিক্ষার জন্য আগত কোন ছাত্রই যেন ভর্তি বা স্কলারশিপ থেকে ওবিসি শংসাপত্র সংক্রান্ত হাইকোর্টের এই ক্ষতিকারক রায়ের প্রভাবে বঞ্চিত না হয়। জেলাভিত্তিক সরকারি চাকরিতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত হাইকোর্টের এই ক্ষতিকারক রায়ের প্রভাবে কোন যুবক-যুবতী যেন বয়সের ছাড় পাওয়া থেকে বঞ্চিত না হয়। দেশের সর্বোচ্চ আদালতে ওবিসি সংক্রান্ত কেসের ক্ষেত্রে ‘স্টে অর্ডার’ পাওয়ার জন্য রাজ্য সরকার যেন সর্বতোভাবে সচেষ্ট থাকে এবং সাওয়াল জবাবের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞ সেরা উকিল নিয়োগ করে। রাজ্যের পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনে ওবিসি সংক্রান্ত নির্দিষ্ট প্রার্থী দেওয়ার ক্ষেত্রে যেন কোনভাবেই হাইকোর্টের ওবিসি সংক্রান্ত এই ক্ষতিকারক রায়ের প্রভাব না পড়ে।
উক্ত দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়াির দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct