নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: সোমবার রাতে ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে উদয়নারায়ণপুরের একাধিক এলাকার বাঁধ পরিদর্শন করলেন হাওড়ার জেলাশাসক ডা. পি দীপাপ প্রিয়া। উল্লেখ্য, টোকাপুরে দামোদরের বাঁধ উপচে ঢোকা বন্যার জলে কুর্চি-শিবপুর ও সিংটি পঞ্চায়েতের শিবপুর, জঙ্গলপাড়া, শিবানিপুর, চকগাড়া, রাজাপুরের মতো গ্রামের মানুষকে বিচলিত করলেও অবশেষে বন্যামুক্ত উদয়নারায়ণপুর। গত ২ দিন আগে ডি.ভি.সি-র ছাড়া জলে বিপদসীমা ছুঁয়ে বইছিল দামোদরের জল। উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন নদ এলাকার মানুষজনকে মাইক প্রচারের মাধ্যমে সতর্কও করেছিল। অপরদিকে বন্যা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন। ছুটে আসেন হাওড়ার জেলা শাসক ডা.পি দীপাপ প্রিয়া।
বিগত দিনে বন্যা কবলিত উদয়নারায়ণপুরকে দেখে শিউরে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিধায়ক সমীর কুমার পাঁজাকে সঙ্গে নিয়ে বন্যার জলে পা ডুবিয়েছিলেন এবং উদয়নারায়ণপুর কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পাঁজা-কে বন্যা প্রতিরোধের বিষয়ে যথাযথ নির্দেশও দিয়েছিলেন।সেগুলি এখন বহুলাংশে সম্পূর্ণ।এদিনের এই পরিদর্শনে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) আজহার জিয়া,উদয়নারায়ণপুর কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পাঁজা,
উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মণ্ডল,উদয়নারায়ণপুরের বিডিও শুভ্র চট্টোপাধ্যায়,উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন,সহ:সভাপতি লক্ষীকান্ত দাস প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct