বাবলু প্রামানিক, সোনারপুর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা সর্বপ্রথম খেলাধুলার সাথে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবার এগিয়ে এলেও বারুইপুরের উত্তরভাগের দি ফিউচার ফাউন্ডেশন স্কুল। ছাত্র ছাত্রীদের শিক্ষার অগ্রগতির সাথে সাথে শরীরচর্চা ও বাঙালির ফুটবল খেলা।
এই ফুটবল খেলা কে এবার ছাত্র-ছাত্রীদের মনোবল চাঙ্গা করতে ও শরীরের বিকাশ ঘটাতে দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের মাঠে ঐতিহ্যপূর্ণ ফুটবল খেলা হয়। এই ফুটবল খেলার অংশগ্রহণ করেন স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও অভিভাবক না। এক সম্প্রীতির ম্যাচ হিসাবে খেলাধুলা হয়। যা ছিল চোখে দেখার মত ছাত্র-ছাত্রীদের এখন অনেকেই মোবাইল মুখী মোবাইল ছাড়া তারা এক পাওয়া চলতে পারে না। মোবাইলে আসক্ত হওয়া দূরে রাখার জন্য ছাত্র-ছাত্রীদের খেলাধুলার আগ্রহ বাড়াতে একের পর এক উদ্যোগ নিচ্ছে দি ফিউচার ফাউন্ডেশন স্কুল যা দক্ষিণ ২৪ পরগনা সাড়া ফেলেছে প্রতিটা ইস্কুলকে এমনি এগিয়ে আসার বার্তা দিয়েছে। তাছাড়া অভিভাবকের একত্রিত হয়ে তারা বলেন শারীরিক বিকাশের গঠনে প্রথম ধাপ তাদের খেলাধুলা সেই খেলাধুলার মাঠ এখন হারিয়ে গিয়েছে তাই নতুন মাঠ দিয়ে আবার খেলাধুলাকে বিকাশ ঘটিয়ে এক অন্য মাত্রায় দিতে চাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct