মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার রসাখোয়া ২ নম্বর পঞ্চায়েতের মহেশপুর ব্রিজের পাশে পাওয়ার সাবস্টেশন হাউসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করলেন করণদিঘী বিধায়ক গৌতম পাল। তার সাথে ছিলেন জেলা পরিষদের সদস্য হরে কৃষ্ণ, পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মহসিন আজান, প্রাক্তন সভাপতি কামরুজ্জামান এবং রসাখোয়া এক ও দুই পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য প্রতিনিধি। বিধায়ক গৌতম পাল জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ৩৩/১১ কেবির পাওয়ার সাবস্টেশন তৈরি হবে, যা ৫৩ শতক জমির উপর নির্মিত হবে। নবান্ন থেকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ এসেছে। রসাখোয়া ১ ও ২ নম্বর অঞ্চল, বাজারগাঁও ১ ও ২ নম্বর এবং লাহুতারা ১ নম্বর অঞ্চলের বিদ্যুৎ সমস্যার সমাধানে এই সাবস্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারী উদ্যোগ প্রশংসিত হয়েছে। নতুন সাবস্টেশন নির্মিত হলে বিদ্যুৎ সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হবে এবং স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নত হবে। উপস্থিত প্রতিনিধিরাও সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেন এবং দ্রুত কাজ শেষ করার ব্যাপারে আশা প্রকাশ করেন। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষজনের জীবনে এক নতুন আলোর পথ খুলে যাবে বলে আশা করা হচ্ছে।
করণদিঘী পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি মহসিন আজম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং করণদিঘির বিধায়ক গৌতম পালের উদ্যোগে করণদিঘির অত্যন্ত পিছিয়ে পড়া এলাকায় বিদ্যুৎ সমস্যা দূর করতে পাওয়ার সাবস্টেশনের জায়গা পরিদর্শন করা হলো এটি সম্পন্ন হলে এর থেকে লক্ষাধিক মানুষ উপকৃত হবেন বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct