নিজস্ব প্রতিবেদক, সল্টলেক, আপনজন: রাজ্যে আলুর দাম যে হারে বেড়েছে আলু ব্যবসায়ীদের লাগাম টানতে নেমে পড়েছেন টাস্ক ফোর্স সদস্যরা । টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে অভিযোগ করেন সল্টলেকে অতিরিক্ত দামে আলু বিক্রি হচ্ছে। ২৬ থেকে ২৭ টাকা কিলো তে আলুর দাম এসে দাঁড়িয়েছে পাইকারি বাজারে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে কিলো প্রতি ৩৫ টাকা করে আলু বিক্রি করছেন। এবার রাজ্য সরকার এইসব আশা দুবার ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে। নির্দিষ্ট ভাবে মামলা দায়ের হবে। গ্রেপ্তার হবে। সারা বছর আদালত আর পুলিশের দরজায় দৌড়াতে হবে। এসব চাই না বলে বার বার সাবধান করছি। না শুনলে এবার জেলে ঢুকতে হবে। স্পষ্ট হুমকি টাস্ক ফোর্সের। মঙ্গলবার সকালবেলায় উত্তর কলকাতার উল্টোডাঙ্গা পাইকেরি বাজারে হানা দেন টাস্ক ফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে। তার সঙ্গে ছিলেন উল্টোডাঙ্গা থানার পুলিশকর্তারা । এ ছাড়া উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা।আলু ব্যবসায়ীদের জানতে চাইলেন আজকের আলুর দাম কত? যারা ন্যায্য বলছেন তাদেরকে কিছু বলা হচ্ছে না ।তার পাশাপাশি যেই আলু ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন তাদেরকে ওয়ার্নিং এবং সচেতন করা হল। রাজ্য সরকারের দাম অনুযায়ী তাদেরকে আলু বিক্রি করতে হবে বলে সাফ জানান তিনি। না হলে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া হবে এমনটা জানিয়েছেন রবীন্দ্রনাথ কোলে। প্রতিটি বাজারে আলু পিঁয়াজ আদা রসুন কি দামে বিক্রি হচ্ছে তা লিখিত আকারে ডিসপ্লে করারও নির্দেশ দেন তিনি। রবীন্দ্রনাথ বাবু জানান শাকসবজির দাম নিয়ন্ত্রণে এসে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct