আপনজন ডেস্ক: কোটা সংস্কার আন্দোলকারীদের তোপের মুখে গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এতে করে এখন অন্তবর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশ পরিচালনা হবে।
এমন পরিস্থিতে বাংলাদেশে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে কিনা তা নিয়ে নাকি শঙ্কায় রয়েছে আইসিসি। এমনটিই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
এ বছরের অক্টোবরে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে বিকল্প ভেন্যুর চিন্তা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরা, ভারত ও শ্রীলঙ্কাকে ভাবছে আইসিসি। আইসিসির এক কর্মকর্তা বলেছেন,‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাদের নিরাপত্তা সংস্থা এবং আমাদের স্বাধীন নিরাপত্তা পরামর্শকদের দলকে সঙ্গে নিয়ে ভালোভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি।
অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং ভালো রাখাই আমাদের অগ্রাধিকার।’
১০ দলের টুর্নামেন্টটি আগামী ৩ অক্টোবর শুরু হওয়া কথা। আর পর্দা নামার কথা ২০ অক্টোবর। শেষ পর্যন্ত যদি বাংলাদেশে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ না হয় তাহলে দ্বিতীয়বারের মতো আইসিসির কোনো টুর্নামেন্ট বিকল্প ভেন্যুতে হবে।
এর আগে করোনা মহামারীর কারণে ২০২১ সালের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আয়োজন করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct