আপনজন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৮৯ ফিলিস্তিনির পচা-গলা মরদেহ ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। সোমবার এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
দক্ষিণ গাজার খান ইউনিসের ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিসের পরিচালক ইয়ামেন আবু সুলেমান বলেছেন, এসব মরদেহ ইসরায়েলি স্থল হামলার সময় কবর দেওয়া নাকি বন্দি অবস্থায় নির্যাতন করে তাদের হত্যা করা হয়েছে, তা স্পষ্ট নয়। দখলদার ইসরায়েল এসব ফিলিস্তিনির নাম, বয়স বা অন্য কিছু সম্পর্কে কোনো তথ্য দেয়নি। এটি যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ।
আবু সুলেমান জানান, এসব মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে গণকবরে দাফন করা হবে। তবে এর আগে তাদের মৃত্যুর কারণ নির্ণয় এবং তাদের পরিচয় শনাক্ত করতে মরদেহগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
গাজার সরকারি গণমাধ্যম দফতর জানিয়েছে, ইসরায়েল ৮৯টি মরদেহ অমানবিকভাবে হাড় ও পচা-গলা মরদেহ হিসেবে ফেরত পাঠিয়েছে। এছাড়া ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ফিলিস্তিনির মরদেহ চুরি করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct