আপনজন ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ মুসলিম সংগঠন জমিয়তে উলেমায়ে হিন্দ কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইন সংশোধনের প্রস্তাবের বিরোধিতা করেছে। এ ব্যাপারে জমিয়েতের সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেছেন, কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইনে প্রায় চল্লিশটি সংশোধনী সহ একটি নতুন ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ আনতে চলেছে। এগুলো কী ধরনের সংশোধনী সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
জমিয়তে উলেমায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেন, এই সংশোধনীর মাধ্যমে কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তির অবস্থা এবং প্রকৃতি পরিবর্তন করতে চায়, যাতে এই সম্পত্তিগুলি সহজেই দখল করা যায় এবং মুসলিম ওয়াকফের মর্যাদা বাতিল করা যায়। এই সংশোধনী আমরা কখনোই মেনে নিতে পারি না।
আরশাদ মাদিন বলেন, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের পূর্বপুরুষদের দান। এই সম্পত্তিগুলি ধর্মীয় ও মুসলিম কল্যাণমূলক কাজের জন্য নিবেদিত। সরকার এসব সম্পত্তির জন্য ওয়াকফ আইন প্রণয়ন করেছে।
মাওলানা আরশাদ মাদানি বলেন, এই সরকার আসার পর থেকে মুসলমানদের বিশৃঙ্খলা ও ভয়ভীতিতে রাখতে এ ধরনের আইন নিয়ে আসছে। একজন মুসলিম যে কোন ক্ষতি সহ্য করতে পারে কিন্তু তার শরিয়তে হস্তক্ষেপ সহ্য করবে না। তিনি বলেন, মুসলমানদের দেওয়া সাংবিধানিক অধিকারে ইচ্ছাকৃতভাবে হস্তক্ষেপ করা হচ্ছে। সংবিধানে প্রত্যেক নাগরিককে ধর্মীয় স্বাধীনতাসহ তার ধর্মীয় কর্মকাণ্ড পালনের পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। বর্তমান সরকার সংবিধানে মুসলমানদের দেওয়া এই ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যাতে বোঝা যাচ্ছে সরকারের উদ্দেশ্য খারাপ।
তারা আমাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে চায় এবং কোটি কোটি মুসলমানের সম্পত্তি দখল করতে চায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct