আপনজন ডেস্ক: দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমেন কাছে জীবন ও স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের উপর আরোপিত ১৮% পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কমানোর দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন। মঙ্গলবার একউ দাবিতে ‘ইন্ডিয়া’ জোটের দলগুলি সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখিয়েছে।
সাতটি ভাষায় প্ল্যাকার্ড বহন করে দলগুলি মধ্যবিত্তের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়ার জন্য সরকারের সমালোচনা করেছে এবং এটিকে “কর সন্ত্রাসবাদের দিকে পদক্ষেপ” বলে অভিহিত করেছে। পরে বিরোধী দলনেতা রাহুল গান্ধিএক্স-এ একটি পোস্টে বলেন, “মোদী সরকার লক্ষ লক্ষ সাধারণ ভারতীয়দের কাছ থেকে ২৪,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে, যারা প্রতি বছর স্বাস্থ্য বীমার প্রিমিয়াম প্রদান করে, প্রতিটি পয়সা বাঁচিয়ে যাতে জীবনে ‘স্বাস্থ্য সঙ্কটে’ তাদের কারও কাছে মাথা নত করতে না হয়। প্রতিটি বিপর্যয়ে ‘করের সুযোগ’ খোঁজা বিজেপি সরকারের অসংবেদনশীল চিন্তাভাবনার প্রমাণ। ইন্ডিয়া জোট এই সুবিধাবাদী চিন্তাধারার বিরোধিতা করে। স্বাস্থ্য ও জীবন বিমাকে জিএসটি-মুক্ত করতে হবে। প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, ইন্ডিয়া জোরে দলগুলির প্রতিবাদ একেবারেই ন্যায়সঙ্গত। আপনি স্বাস্থ্য বীমার মতো প্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি চাপিয়ে দিতে পারেন না। উল্লেখ্য, সোমবার জিরো আওয়ারে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বিধানসভায় বিষয়টি উত্থাপন করেছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct