আপনজন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্তারা। অন্তর্বর্তীকালীন সরকার হড়া নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি সঙ্গে আলোচনায় সেই প্রস্তাবেই সায় মিলল। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে প্রবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল। এর ঘণ্টা দেড়েক পর সন্ধ্যা সাড়ে সাতটায় তিন বাহিনীর প্রধানেরা বঙ্গভবনে প্রবেশ করেন। তারপর বঙ্গভবনে আসেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রাক্তন সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে আজাদ। এই বৈঠক প্রসঙ্গে বাংলাদেশের প্রধান দৈনিক প্রথম আলো জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct