অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: নতুন করে উত্তাল বাংলাদেশ। তার জেরেই আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে ভারত ও বাংলাদেশের। যার প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিলিতে। সোমবার সকাল থেকেই হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে দাঁড়িয়ে রয়েছে ভারতের পণ্যবাহী গাড়ি। যে গাড়ি গুলিতে রয়েছে বিভিন্ন ধরনের কাঁচামাল। বাংলাদেশের তরফ থেকে এখনো কোনো আমদানি-রপ্তানির ক্ষেত্রে সবুজ সংকেত মেলেনি। যার প্রভাব পড়ছে দু’দেশের যাত্রী পরিবহণ ব্যবসায়।
এ বিষয়ে হিলি এলাকার এক ব্যবসায়ী জানান, ‘আগামী তিন দিন বাংলাদেশ সরকারের তরফে বাংলাদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। যার ফলে হিলি স্থলবন্দর দিয়ে আন্দোলনের রপ্তানি বন্ধ রয়েছে। আমরা চাইছি দ্রুত আমদানি-রপ্তানি শুরু হয়ে যাক।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct