এম মেহেদী সানি, মছলন্দপুর, আপনজন: সামাজিক গণমাধ্যমে যখন বর্তমান প্রজন্মের সক্রিয়তা বাড়ছে সেই পরিস্থিতিতে পশ্চাত্বের সাংস্কৃতি পরিহার করে সুস্থ সাংস্কৃতির বিকাশে কিশোর কুমারের ৯৫ তম জন্ম দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুরের স্বেচ্ছাসেবী সংস্থা বিবেকানন্দ ক্রীড়া চক্র ৷ ‘কিশোর সন্ধা’ শীর্ষক ওই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন পাশাপাশি কিশোর কুমারের জীবন কাহিনী এবং বিশিষ্ট শিল্পীদের সংগীত চর্চা নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা ৷ বক্তব্য রাখার সময় অনেকেই আক্ষেপ প্রকাশ করে বলেন, সাবেক আমলে প্রত্যেকটি গানের মধ্যে বিশেষ কোনো সামাজিক বার্তা লক্ষ্য করা যেত বর্তমানে সেই ধরনের বিষয়গুলো লক্ষ্য করা যায় ৷ সুস্থ সাংস্কৃতির বিকাশে বেশি বেশি চর্চার প্রয়োজন বলেও মনে করেন বিশিষ্ট সমাজসেবী ও নাট্য ব্যক্তিত্ব তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহা ৷ আয়োজক সংস্থার প্রধান কর্মকর্তা চিন্ময় মজুমদার, অমিত চক্রবর্তীরা জানান সারা বছর ধরে আমরা বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা, বিশেষ বিশেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি, তারই অংশ হিসাবে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ উপস্থিত ছিলেন মছলন্দপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্পনা বসু সহ প্রশাসনিক মহল এবং সঙ্গীত জগতের বিশিষ্টজনেরা ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct