সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যু হল এক বধুর। মৃতের নাম রীণা পুরকাইত(৫৬)। মৃতের বাড়ি সোনারপুর থানার অন্তর্গত আড়াপাঁচ এলাকায়। জানা গিয়েছে সোমবার সকালে ওই বধু কাঠ বের করছিলেন রান্না করার জন্য।সেই সময় একটি চন্দ্রবোড়া সাপ তাঁর ডানপায়ে কামড় দেয়।তিনি পরিবারের লোকজনদের কে ঘটনার কথা জানান। পরিবারের লোকজন বধু কে উদ্ধার করে সাপটির খোঁজ শুরু করে।সাপটি ধরে মেরে ফেলে। এরপর ওই বধুকে নিয়ে স্থানীয় এক ওঝার দ্বারস্থ হয় পরিবারের সদস্যরা। সেখানে দীর্ঘ প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে ঝাড়ফুঁক চলে। এমন কি সাপের বিষ যাতে ওই বধুর কিছু না করতে পারে তার জন্য বধুর গলায় ও পায়ে ওষুধ বেঁধে দেয় ওঝা। পাশাপাশি জলপোড়া,তেলপোড়া করা হয়।দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় ওই বধু মৃত্যুর কোলে ঢলে পড়ে।শেষ পর্যন্ত বেগতিক বুঝে ওই বধুর পরিবারের লোকজন ওঝার হাত থেকে বধু কে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনায় পুরকাইত পরিবারে শোকের ছায়া নেমে আসে। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।উল্লেখ্য গত বৃহষ্পতিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত মেরীগঞ্জের বাসিন্দা বধু সাহিদা শেখ(৬৪) কে কেউটে সাপ কামড় দিয়েছিল। ওঝা-গুণীনের দ্বারস্থ হয়েছিল পরিবারের সদস্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct