মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: রায়না ,খণ্ডঘোষ ,মাধবডিহি থানা এলাকায় লক্ষ লক্ষ মানুষ বসবাস করেন । এটাকে দক্ষিণ দামোদর এলাকা বলে। এই বিস্তীর্ণ এলাকায় চারটি ব্লক আছে। এই চারটি ব্লকে একটি ও দমকল কেন্দ্র না থাকার ফলে এখানে আগুন লাগলে সমস্ত কিছু ভষ্ঠীভূত হয়ে যায় । বারবার দরবার করার পরেও কোন রেজাল্ট ঘটেনি ।পূর্ব বর্ধমানের সেহারা তে লাইকা বাজার এলাকায় রাজেন্দ্র সাউ নামে এক ব্যক্তি গোডাউন ছিল চটের বস্তার। তিনি ওই এলাকার রাইস মিলে চটের বস্তা সাপ্লাই করতেন। সোমবার সাড়ে বারোটা নাগাদ হঠাৎই ওই চটের গোডাউনে আগুন লেগে যায়।
আগুন লাগার ফলে ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার লিক করায় আগুনের লেলিহান শিখার দাপট আরো বেড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুদিন ধরে তারা সেহারা বাজারে দমকল কেন্দ্রের আবেদন করেছেন। কিন্তু সেহারা বাজারে দমকল কেন্দ্র না থাকায় সোমবার এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা বুঝতে পারলো সাধারণ মানুষ। এলাকার বাসিন্দা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এলাকাবাসীদের দাবি অবিলম্বে এই বিস্তীর্ণ এলাকায় একটি দমকল কেন্দ্র করা হোক। প্রসঙ্গত এই রাজেন্দ্র সাউ এর অসুস্থ স্ত্রী এদিন মারা গেছেন। এই অবস্থায় বাড়িতে কান্নার রোল আর ঠিক দুপুরে তার চটের গোডাউনে আগুনএকেবারেই ভেঙে পড়েছেন রাজেন্দ্র সাউ সহ তার পরিবারের লোকজন । সাধারণ মানুষ আত্মীয়-স্বজন মহলে নেমে এসেছে গভীর শোক ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct