সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: প্রকৃতির রুদ্ররোষে বিপর্যস্ত দেবভূমি কেদারনাথ। আর ওই কেদারনাথে ভূমিধ্বসে আরও অনেকের সঙ্গে আটকে পড়ে বাঁকুড়ার ইন্দাস এলাকার একটি পরিবারের তিন সদস্য সহ চার জন। ‘আটকে’ থাকা ওই পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার তৎপরতা দেখায় নবান্ন, বর্তমানে তারা নিরাপদ স্থানে।
সূত্রের খবর, ইন্দাসের কুশমুড়ি গ্রামের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী শরৎ চন্দ্র দে স্ত্রী ও সাত বছরের ছেলেকে নিয়ে কেদারনাথে বেড়াতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে আরও এক প্রতিবেশীও ছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার হরিদ্বার থেকে ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই ঘটে অঘটন। ‘দেবভূমি’ হরিদ্বারে ভূমি ধ্বসের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরও ৮০ জনের সঙ্গে আটকে পড়েন তাঁরাও।
এই খবর পেয়ে চরম দুশ্চিন্তায় শরৎ চন্দ্র দে-র পরিবারের সদস্যরা। বাবা জগন্নাথ দে বলেন, গত ২৪ জুলাই ছেলে, বৌমা, নাতিরা কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে দুন এক্সপ্রেসে চেপে বসে। তার ঠিক দু’দিন পর তারা গন্তব্যে পৌঁছায়। ছেলে ফোনে জানিয়েছে আটকে পড়া সমস্ত পর্যটকদের নিচে নামিয়ে আনার কাজ চলছে। খুব দ্রুত সুস্থ শরীরে ছেলে, বৌমা, নাতি বাড়িতে ফিরে আসবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
অন্য দিকে, বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান, আটকে থাকা ওই ব্যক্তি কোন সোর্স থেকে মহকুমা শাসকের ফোন নাম্বার জোগাড় করে মহকুমা শাসক কে ফোন করে তার আটকে থাকার কথা জানান। মহকুমা শাসক তড়িঘড়ি বাঁকুড়ার জেলা শাসক কে জানান সেখান থেকে খবর যায় নবান্নে। নবান্ন থেকে অতি তৎপরতা দেখানোর পর। অবশেষে তারা প্রত্যেকেই নিরাপদ স্থানে ফিরে আসে। তবে যতক্ষণ না ঘরের ছেলেরা ঘরে ফিরছে ততক্ষণ উৎকণ্ঠা রয়েছে পরিবারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct