নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ছাত্রদের জুম্মার নামাজে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কলকাতার ডিএন ডে হোমিওপ্যিাথি মেডিকেল কলেজে। এই কলেজের একদল ডাক্তারি পড়ুয়ার অভিযোগ, প্রতি শুক্রবার তারা জুম্মা বারের নামাজের জন্য বিরতি পেতেন। কিন্তু গত শুক্রবার ইন্টার্ন করা ছাত্ররা যখন জুম্মাবারের নামাজ পড়তে যান তখন কর্মরত এক চিকিৎসক প্রমথ কুমার প্রসাদ তাদেরকে ধর্মীয় আচার বিধি পালন নিয়ে নানা অপমানজনক কথা বলেন বলে অভিযোগ। ডিউটি ফাঁকি দেওয়ার ধান্দা বলে নানা কটাক্ষও করেন। এই চিকিৎসক বাবু আগে ইন্টার্নশিপ চলাকালীন সময়ে এক কো ইন্টার্ন নবি হাসানকে নানা কটূক্তি করেছিলেন বলে অভিযোগ। সেজন্য কলেজের ইন্টার্ন মুসিলিম পড়ুয়াদের তরফে মোহাম্মদ সানাউল্লাহ ডিএন ডে কলেজ কর্তৃপক্ষকেেএ ব্যাপারে অভিযোগ জানিয়ে চিঠি লেখেন। সেই সঙ্গে রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান, রাজ্যের স্বাস্থ্য সচিব সহ একাধিক জায়গায় চিঠি লিখে তাদের ধর্মীয় অনভূতিতে আঘাত দেওয়াের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ব্যববহার না করা হয় তার দাবি করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct