জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: বেড়েছে জল, ডুবেছে ঘাট, প্রাণ হাতে করেই লঞ্চে যাতায়াত চলছে যাত্রীদের। বেশ কয়েকদিন ধরেই সারা বাংলা জুড়ে শোনা যাচ্ছে ডিভিসি জল ছাড়ার কারণে বহু গ্রামই জলের তলায় চলে গেছে, বেড়েছে গঙ্গার জলের স্তর, হুগলি চুঁচুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে স্থিত তামিলিপাড়া বৈষ্ণব ঘাট , সেই ঘাটে ফেরি সার্ভিস চালু থাকলেও যেটিতে পৌঁছাতে হলে যেতে হচ্ছে এক হাঁটু জল পেরিয়ে, জানা যাচ্ছে ঘাটতি নিত্য প্রয়োজনীয় মানুষদের যাতায়াত, স্কুল ছাত্র ছাত্রী কলেজ ছাত্রছাত্রী ও চাকুরীজীবী সকলকেই যেতে হয় এই ঘাট দিয়ে , কিন্তু একি সাধারণ মানুষ একেবারে বিপদজনক ভাবে যাতায়াত করছে এতে নেই কারো ভ্রুক্ষেপ, এক কথায় বলা যেতে পারে প্রাণ হাতে করে নিয়েই যাতায়াত চলছে এখানে, যদিও এই ঘাটের ইজারাদার বিজয় কাহার জানান আমরা এই ঘাটের জন্য প্রতি মাসে পৌরসভা কে আড়াই লক্ষ টাকা দিয়ে থাকি, ঘাটে সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব পৌরসভার, বহুবার পৌরসভা সহ বহু জায়গায় চিঠি করেও কোন কাজ হয়নি, যে ঘাটে দুটি লঞ্চ ও দুটি জেটি হওয়ার কথা সেখানে একটি লঞ্চে কার চালাতে হচ্ছে দীর্ঘ এক বছর ধরে।, অন্যদিকে বিজয় কাহারের অভিযোগ উড়িয়ে দিয়ে পৌর প্রধান অমিত রায় জানান আমাদের এই বিষয়ে জানানো হয়নি, যদি এ বিষয়ে জানানো হয় অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব, এখন প্রশ্ন থেকে যাচ্ছে একটাই সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে সাংবাদিকদের খবর করার পরেই সেই কাজ হয়ে উঠছে, কেন খবর করার আগে প্রশাসন খেয়াল রাখেনা, যদি এ বিষয়ে এর থেকে উচ্চতর নেতৃত্ব বা আধিকারিকের কোনরকম প্রতিক্রিয়া মেলেনি।
যদিও বিগত দিনের অতি ভারি বৃষ্টি ও ডিভিসি ব্যারেজে জল ছাড়ার ফলে হুগলিসহ বিভিন্ন জেলায় বন্যা প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে। হুগলি জেলার বিভিন্ন অংশে জল বেড়ে যাবার ফলে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আজ চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুঁচুড়া থানার উদ্যোগে চুঁচুড়া শহরের গঙ্গার জলস্তর বৃদ্ধির ফলে ও জোয়ারের কারণে প্লাবিত হওয়ার আশঙ্কা নিয়ে জনস্বার্থে সকল মানুষদের সতর্কীকরণের প্রচার করা হলো। চুঁচুড়া বিপদজনক ঘাট গুলিতে পুলিশ প্রশাসন দ্বারা সাধারণ মানুষদের গঙ্গায় জোয়ারের জলে সহ বানের আশঙ্কায় গঙ্গায় নামতে বারন করার সতর্কীকরণ বার্তা দেওয়া হল সাধারণ মানুষের উদ্দেশ্যে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct