আপনজন ডেস্ক: ইউরো জিততেই অবসর ভেঙে জার্মানির জাতীয় দলে ফিরেছিলেন টনি ক্রুস। তবে তার সেই আশা পূরণ হয়নি ঘরের মাঠের ইউরোয়। দলীয়ভাবে না হলেও এবার ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন সদ্য সাবেক হওয়া জার্মানির মিডফিল্ডার। ২০২৩-২৪ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ক্রুস।
জার্মানির ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ও ফুটবল ম্যাগাজিন কিকারের যৌথ আয়োজনের এই পুরস্কারটি দ্বিতীয়বারের মতো পেয়েছেন তিনি। এর আগে ২০১৮ সালেও সেরার স্বীকৃতি জুটেছিল তার ভাগ্যে।
বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পথে ক্রুস পেছনে ফেলেছেন বেয়ার লেভারকুসেনের দুই ফুটবলার ফ্লোরিয়ান উইর্টজ ও গ্রানিত জাকাকে। তার ২৮৫ ভোটের বিপরীতে জার্মানির ফরোয়ার্ড ফ্লোরিয়ান পেয়েছেন ২৪৬ ভোট আর সুইজ্যারল্যান্ডের মিডফিল্ডার পেয়েছেন ৬৬ ভোট।
ইউরো জয়ের স্বপ্ন স্পেনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে শেষ হলেও রিয়াল মাদ্রিদের হয়ে স্বপ্নের মতো এক সময় কাটিয়েছেন ক্রুস।
রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার লিগ ও লা লিগা জিতেছেন ক্রুস।
অবসর নেওয়ার পর যার স্বীকৃতি পেলেন তিনি। অন্যদিকে জার্মানির বর্ষসেরা কোচ হয়েছেন জাবি আলোনসো।
বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্ব গুঁড়িয়ে দিয়ে লেভারকুসেনকে প্রথমবারের মতো বুন্দেসলিগা জিতিয়েছেন স্প্যানিশ কোচ। তার ৫০৩ ভোটের বিপরীতে হেইডেনহেইমের কোচ ফ্রাঙ্ক স্মিট ৫০ আর স্টুটগার্টের কোচ সেবাস্টিয়ান হোনেস পেয়েছেন ৪২ ভোট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct