আপনজন ডেস্ক: ফিলিস্তিনি আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার জন্য ইসরাইলকে দায়ী করে ‘যথাযথ সময়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে তেহরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) তদন্তের পর এক বিবৃতিতে একথা বলেছে।
বিবৃতিকে উদ্ধৃত করে তাসনিম বার্তা সংস্থা বলেছে, ‘বেপরোয়া ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকার এ অপরাধের জবাব এবং উপযুক্ত সময় ও স্থানে এবং উপযুক্ত উপায়ে কঠোর শাস্তি পাবে’।
হামাস নেতাকে ৭ কিলোগ্রাম ওয়ারহেডসহ একটি স্বল্প-পরিসরের প্রজেক্টাইল দিয়ে হত্যা করা হয়, যা তিনি যে গেস্টহাউসে অবস্থান করছিলেন তার বাইরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছিল। আইআরজিসি বলেছে যে, ইসরাইল মার্কিন সরকারের সমর্থনে হানিয়াহকে হত্যার আয়োজন করে।
গত ৩১ জুলাই ফিলিস্তিনি আন্দোলন হামাস তেহরানে তার বাসভবনে ইসরাইলি হামলায় হানিয়াহের মৃত্যুর খবর জানায়, যেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আল হাদাথ টিভি চ্যানেল জানিয়েছে, সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় হানিয়েহ নিহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct