আপনজন ডেস্ক: সেনাবাহিনীর কর্মতৎপরতায় বেশ সন্তোষ প্রকাশ করেছে দেশের সাধারণ মানুষ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সার্বিক দিক দিয়ে সেনাবাহিনীর কার্যক্রমে প্রশংসায় ভাসছেন তারা, থেমে নেই উৎসুক জনতার সেলফি।
সোমবার সারাদেশ জুড়ে বিজয়োল্লাসে মেতে উঠেছে সাধারণ জনতা। রাজধানীর নীলক্ষেত, শাহবাগ মোড়ে বেশকিছু সেনা সদস্যেসহ তাদের গাড়ি দেখা যায়। উৎসুক জনতা গাড়ি থামিয়ে তাদের সঙ্গে ছবি তুলছেন।
সেলফি উঠানো বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় ডেইলি বাংলাদেশে। প্রত্যেকেই সেনাবাহিনীর কার্যক্রমে বেশ সন্তোষ প্রকাশ করে। নাঈম নামে একজন বলেন, সেনাবাহিনীরা আমাদের গর্ব; তাদের কারণে আজ এতটা নিরাপদ ও স্বাধীন বোধ হচ্ছে। বড় রকমের গন্ডগোল হয়নি, এর কৃতিত্ব সেনাবাহিনীরই। মনজুরুল নামে আরেকজন বলেন, সেনাবাহিনীর কারণে একটি শান্তিপূর্ণ সমাধান হলো।শিক্ষার্থীদের দাবি পূরণের মূলে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য।আজকের ঘটনা ইতিহাস হয়ে থাকবে পরবর্তী দিনগুলো জন্য। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এখন অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct