সাদ্দাম হোসেন মিদ্দে, কলকাতা, আপনজন: পড়শি দেশ বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে গুজব ছড়াবেন না, শান্ত থাকুন---বিশেষ সতর্ক বার্তা দিলো পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ লিখেছে, ’শান্ত থাকুন, গুজবে কান দেবেন না। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এবং ভিডিও আমাদের নজরে এসেছে যা বিভেদ এবং অশান্তি তৈরি করতে পারে। অনুরোধ, কোনওরকম গুজবে কান দেবেন না, উত্তেজক ভিডিও শেয়ার করবেন না। রাজ্য প্রশাসন সতর্ক এবং সজাগ রয়েছে। কোনও প্ররোচনায় পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।
উল্লেখ্য চলমান ব্যাপক সরকার বিরোধী আন্দোলনের কারণে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন পদ্মাপারের দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর বিশেষ বিমানে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আসেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার পর বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা, বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিভিন্ন ঘটনা ঘটছে বলে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যক্তি পোস্ট করেন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কোনো প্রকার নির্যাতন ও হামলার ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত নয়। বিভ্রান্তমূলক পোস্টের কারণে এপারের সংখ্যালঘুদের উপর যাতে কোনো প্রকার নির্যাতন ও হামলার ঘটনা না ঘটে, সেকারণে এই সতর্কতা মূলক পোস্টের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসিদের শান্ত থাকার ও গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct