সুব্রত রায়, কলকাতা, আপনজন: সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলাদেশের ঘটনায় সবাই উদ্বিগ্ন। কিন্তু সেটা নিয়ে সামাজিক মাধ্যমে এমন কিছু বলবেন না বা লিখবেন না, যা বাংলাদেশ বা ভারতের জন্য সমস্যা হতে পারে। কারণ, বিজেপির লোকেরা এমন কিছু কথা সামাজিক মাধ্যমে লিখেছেন, যা করা উচিত নয় বলে মনে করি।’
একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের নেতা-কর্মীদেরও বাংলাদেশ নিয়ে কিছু লেখার বিষয়ে সাবধান করে দেন। তিনি বলেন, ‘আমাদের নেতাদেরও বলব, কেউ কিছু লিখতে যাবেন না। আপনাদেরও (সাংবাদিকদের) বলব। সমাজের প্রত্যেক মানুষকে বলব। প্রতিবেশীর কিছু হলে পাশের রাজ্যে তার প্রভাব পড়ে। সে ক্ষেত্রে শান্ত থেকে পরিস্থিতি বিবেচনা করতে হবে।’
মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের একটা দায়িত্ব রয়েছে এবং তাঁদেরও এমন কিছু লেখা উচিত নয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সমস্যার হয়ে উঠতে পারে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টা দেশের ওপর ছেড়ে দিন। দেশে সরকার আছে। কোনো রকম প্ররোচনামূলক বা হিংসাত্মক মন্তব্য করবেন না।
সাধারণ মানুষের কাছে মমতার আবেদন, তাঁরা যেন কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক কোনো আচরণ না করেন এবং আইন নিজের হাতে না নেন।
তৃণমূল নেত্রী বলেন, আমাদের অনেকে ওখানে রয়েছেন। ভারত সরকার ও বাংলাদেশ সরকার অবশ্যই তাদের দেখে রাখবে। রাজ্য সরকারকে ভারত সরকার যা বলবে, আমরা সেইভাবে কাজ করব।’
অন্যদিকে, বাংলাদেশ নিয়ে গুজব না ছড়াতে আর্জি জানাল রাজ্য পুলিশ। সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়াতে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি পোস্টের মাধ্যমে জানানো হয় বেশ কিছু ব্যাক্তি বাংলাদেশের ঘটনা নিয়ে গুজব ছড়াতে নানা ধরনের ছবি ও পোস্ট করছেন। এর থেকে বিরত থাকুন। এই ধরনের কোন পোস্ট না ছড়ানোর নির্দেশ দেওয়া হয় রাজ্য পুলিশের পক্ষ থেকে।
এদিকে কলকাতার পার্ক সার্কাস সংলগ্ন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দপ্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকেও রাজ্যের মন্ত্রীদের সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, বাংলাদেশ ইস্যুতে কেউ কোন আল টপকা মন্তব্য করবেন না।
অন্যদিকে,বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদহের মহদিপুর আন্তঃজাতিক সীমান্তে। বিএসএফ এবং পুলিশের নজরদারি বেড়েছে সীমান্তে।
এদিকে বাংলাদেশ থেকেও জরুরি প্রয়োজনে ভারতে আসছেন কেউ কেউ। তারা প্রত্যেকেই দুশ্চিন্তায় রয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct