আপনজন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকা ছাত্রজনতার ঢল নেমেছে। এ পরিস্থিতিতে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে যাওয়ার পর কোনো মন্ত্রী-এমপির কোনো খবর পাওয়া যাচ্ছে না। এছাড়া, দ্বাদশ জাতীয় সংসদের বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্যদের ফোনেও পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের আওয়ামী লিগের নেতা ও মন্ত্রীদের খুঁজে বেড়াচ্ছেন ছাত্র আন্দোলনকারীরা।
রাজধানী ধানমন্ডিতে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এ হামলা চালানো হয়।
এ সময় আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় থাকা সকল নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রধান ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাড়ি থেকে ধোয়া বের হতের দেখা যায়। এছাড়াও বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।
এ পরিস্থিতিতে ঢাকার রাজপথে বিজয় উল্লাস করছে নগরবাসী। সড়কে নেই গণপরিবহন। তবে বিমানবন্দর সড়কে ব্যাপক তল্লাশি করছে শিক্ষার্থীরা। মূলত তারা বিমানবন্দর দিয়ে যারা বিদেশে পলায়ন করতে যাচ্ছেন তাদের খোঁজার জন্য এই তল্লাশি। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এখন পালিয়ে যেতে চাচ্ছেন তাদের খুঁজার জন্যই এই তল্লাশি। শিক্ষার্থীরা মূলত এক এক করে গাড়ি অথবা অন্য কোনো ব্যবস্থায় যাওয়া মানুষকে তল্লাশি করে খুঁজছেন আওয়ামী লীগের নেতাদের। মূলত তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে খুঁজছেন। কারণ এই কোটা আন্দোলন ও সারা দেশে শিক্ষার্থী হত্যার সাথে সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছেন তারা।
এদিকে, প্রধানমন্ত্রী পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অন্যদিকে, প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পরপরই তার সরকারি বাসভবন গণভবণে প্রবেশ করে উল্লাস করছেন সাধারণ ছাত্রজনতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct