জাহেদ মিস্ত্রী, বারুইপুর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর এলাকায় উত্তরভাগ পাম্প হাউসের খালে রিলস বানাতে গিয়ে জলে ঝাঁপ দিয়ে শেষ পর্যন্ত নিখোঁজ হয়ে গেল নাবালক। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে উঠে আসে এই নাবালকের রিলস বানাবার নেশা ছিল।আজ বেশ কিছু ছেলে ওই এলাকায় রিলস বানাতে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার দুপুরে বারুইপুর মল্লিকপুরের বেশ কিছু যুবক ঘুরতে আসে। তারমধ্যে দুই নাবালক মুহাম্মদ নাসিম ও মোহাম্মদ নাকির উত্তরভাগের পাম্প হাউসের খালে রিলস বানাতে শুরু করে, মোহাম্মদ নাসিম জলে ঝাঁপ দেয়, দেখতে দেখতে চোখের সামনে পাম্প হাউসের ছাড়া জলে তলিয়ে যায়। মোহাম্মদ নাসিম সাঁতার জানতো না। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বারুইপুর থানার পুলিশ। দেহ উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে কোনটা সত্যি? প্রকৃত রিলস বানাতে গিয়ে কি জলে ঝাঁপ, না স্নান করতে জলে নেমেছিল , তা তদন্ত করছে পুলিশ.সাঁতার না জেনে কেন জলে ঝাঁপ দিল এটাই এখন প্রশ্ন। উত্তরভাগ পাম্প হাউস একটি প্রোটেক্টেড এরিয়া। নিরাপত্তার অভাবে সেটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, অভিযোগ এলাকাবাসীর। বহু প্রাচীন এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাম্পিং স্টেশনের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ.
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct