নিজস্ব প্রতিবেদক, ভাঙড়, আপনজন: ইঞ্জিন রিকশায় (মোটর ভ্যান বা ইঞ্জিন ভ্যান) তোলা যাবে না যাত্রী। চালকদের হুঁশিয়ারি কলকাতা ভাঙড় ট্রাফিক পুলিশের। ইঞ্জিন রিকশায় না উঠতে যাত্রীদের ও সচেতন করছে পুলিশ।
শুক্রবার ঘটকপুকুরে বাসন্তী হাইওয়ের রাজ্য সরকারের উপর চলাচলকারী ইঞ্জিন চালিত রিকশা থেকে যাত্রীদের নামিয়ে দেন পুলিশ কর্মীরা। কলকাতা পুলিসের ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা চালকদের যাত্রী পরিবহনের ঝুঁকি সম্পর্কে সচেতন ও সতর্ক করছেন। সতর্ক করার পরও যাত্রী পরিবহন করলে জরিমানা ও আটকের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।
ভাঙড় ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত ওসি মিদ্দে ইয়ামুদ্দিন “দৈনিক আপনজন” প্রতিনিধি কে জানান, প্রাথমিক ভাবে ইঞ্জিন রিকশায় যাত্রী পরিবহন বন্ধ করার জন্য চালক ও যাত্রীদের সচেতন ও সতর্ক করা হচ্ছে। তিনি বলেন, ভাঙড় এলাকায় অনেক গরীব মানুষ ইঞ্জিন রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। যাত্রীদের ঝুঁকির কথা মাথায় রেখে যাত্রী পরিবহন বন্ধ করা হলেও চালকদের জীবিকার কথা মাথায় রেখে আপাতত পণ্য পরিবহন বন্ধ করা হচ্ছে না। তবে চালকদের বিকল্প কর্মসংস্থানের মতো পরিকাঠামো তৈরি হলে পর্যায়ক্রমে ইঞ্জিন ভ্যান পুরোপুরি নিষিদ্ধ করা হবে। ইঞ্জিন রিকশা যাত্রী পরিবহন নিষিদ্ধ সম্পর্কে কোনো চালকের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি “দৈনিক আপনজন” পত্রিকার পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct