আমীরুল ইসলাম, লাভপুর, আপনজন: অবিশ্রান্ত বৃষ্টি অতিরিক্ত জলোচ্ছ্বাসে ভেঙেছে লাভপুর বিধানসভায় ঠিবা পঞ্চায়েতের ঠিবা গ্রামে কুঁয়ো নদীর বাঁধ। এই বাঁধ ভাঙ্গার ফলে বেশ কয়েক হাজার হেক্টর চাষাআবাদ জমির উপর বইছে বন্যার জল তার ফলে ক্ষতি হয়েছে চাষীদের এখন চাষীদের মাথায় হাত ।এছাড়া মাটির বাড়িঘর ডুবে আছে জলে অনেক অসহায় দরিদ্র পরিবারের। জলের স্তর বেড়ে যাওয়ার ফলে বাঁধ ভেঙ্গে যায়। গ্রামের মানুষরা খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। কারণ এই মুহূর্তে গ্রামের মানুষের মাটির বসত বাড়ি ডুবে গেছে। গ্রাম পরিদর্শনে যান বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। তিনি জলমগ্ন অবস্থায় নিজে সশরীরে গিয়ে গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখেন ও গ্রামে মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সাময়িকভাবে জেলা পরিষদের পক্ষ হইতে বেশ কিছু পরিবারের হাতে তিরপল সহ অন্যান্য দ্রব্য সামগ্রী তুলে দেন। কিছু পরিবারের জন্য গ্রামের স্কুলে থাকার ব্যবস্থা করা হয়। কাজল সেখ আরো জানান যত তাড়াতাড়ি জল নেমে যাবে তারপরেই বাঁধের কাজ শুরু হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct