নিজস্ব প্রতিবেদক, নিউটাউন, আপনজন: ‘শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্যের প্রতিকার, চাই সদিচ্ছা, গণতন্ত্র ও স্বাধিকার’ শিরোনামে প্রচার অভিযানে নামছে ওয়েলফেয়ার পার্টির ছাত্র শাখা ফেটারনিটি মুভমেন্ট। রবিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন নেতৃবৃন্দ। নিউটাউনের যাত্রাগাছিতে রাজ্য সদর দফতরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ফেটারনিটি মুভমেন্ট-এর রাজ্য সভাপতি আরমান আলি জানান, চলতি মাসের ৫ তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে বিশেষ এই প্রচার অভিযান। যা চলবে ২০ আগস্ট ২০২৪ প্রর্যন্ত। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়-মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে ফেটারনিটি মুভমেন্টের নেতা-কর্মীরা। ২০ আগস্ট দুপুর ২ টায় রামলীলা ময়দানে জড়ো হবেন ফেটারনিটি মুভমেন্টের নেতা-কর্মী ও সমর্থকরা। সেখান থেকে পদযাত্রা করে রাজ্যের সাংবিধানিক প্রধানের কার্যালয় রাজভবনে যাবেন তাঁরা।
ফেটারনিটি মুভমেন্ট বিশেষ প্রচার অভিযানে যে যে বিষয় গুলি তুলে ধরবেন তার মধ্যে অন্যতম---নিয়োগ প্রক্রিয়া নিয়মিত করণ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ প্রক্রিয়ায় দূর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি প্রদান। শিক্ষকের অভাবে বন্ধ হতে চলা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখা। রাজ্যের মহাবিদ্যালয় গুলিতে ছাত্র সংসদ নির্বাচন চালু করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে প্রভৃতি। আরমান আলি ছাড়া এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার রাজ্য শাখার সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, ফেটারনিটি মুভমেন্টের কেন্দ্রীয় সম্পাদক ইসমাইল মোল্লা, রাজ্য সহ সভাপতি নাসির শেখ, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বেগ, বিশেষ প্রচার অভিযানের আহ্বায়ক মনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct