নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: নদীয়া জেলার চাপড়া দৈয়েরবাজার মহারাজপুর সমবায় সমিতিতে বিপুল জয় শাসক দলের।১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে থেকে সিপিআইএমের দখলে ছিল রবিবার দৌয়ের বাজার মহারাজপুর সমবায় সমিতিতে নির্বাচন হয় সমবায় সমিতির মোট আসন সংখ্যা ১২ সিপিএম বিজেপি এবং কংগ্রেস জোট বদ্ধ ভাবে সমবায় সমিতিতে প্রার্থী দেয়। তৃণমূল কংগ্রেস ১২ আসনে বিপুল ভোটে জয় লাভ করল। চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকদেব ব্রহ্ম বলেন, দীর্ঘদিন ধরে সমবায় সমিতিত সিপিএমের দখলে ছিল হাইকোর্টের নির্দেশে রবিবার নির্বাচন হয় সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা।শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে কর্মীদের উৎসাহ দিতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে রানী মা। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান।।চাপড়া থানার দৈয়েরবাজার সমবায় সমিতি নির্বাচনে শাসকদলের সন্ত্রাস কে কেন্দ্র চাপড়া দৈয়েরবাজার রাজ্যে সরক অবরোধ কর্মসূচি খবর ঘটনাস্থলে চাপড়া পুলিশ আসে অবরোধ করিরা অবরোধ তুলে নেয়। এরপর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী রাণীমা অমৃতা রায় তিনি ঘটনাস্থলে এলে তাকে দেখে তৃণমূল কর্মীর সমর্থকরা,গো ব্যাক স্লোগান দিতে থাকে। বিপুল জয়ে তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবিরে রাঙ্গানো উৎসবে মেতে ওঠে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct