এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: রাজ্যের একাধিক নাট্য দলের রেপার্টরি অনুদান বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক । গত ১ অগস্ট তাদের তরফে একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বাংলার একাধিক নাট্যদলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে । কলকাতা ও জেলা মিলিয়ে এ রাজ্যের প্রায় ৩০টি দল রয়েছে । বঞ্চিত হলো উত্তর ২৪ পরগনা জেলার জনপ্রিয় দুটি নাট্য দল গোবরডাঙ্গার শিল্পায়ন ও অশোকনগরের নাট্যমুখ ৷ এই ধরনের পদক্ষেপের নেপথ্যে ‘রাজনৈতিক অভিসন্ধি’ রয়েছে বলেই মনে করছেন নাট্যজগতের একাংশ । ২০১২ সাল থেকে সরকারি অনুমান পেয়ে আসছে অশোকনগরের ‘নাট্যমূখ ৷’ নাট্যদলের পরিচালক অভি চক্রবর্তী জানান তাদের দল ২০০০ সাল থেকে নাটক করছে। পাঁচজন সদস্য নিয়ে নাট্যদল শুরু হয় । প্রথমে মোট তিনজন অনুদান পেতেন বর্তমানে ১৫ জন অনুদান পাচ্ছে । অথচ হঠাৎ করে উপযুক্ত কারণ ছাড়াই অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে । অনুদান বন্ধের কারণ হিসেবে তিনি মনে করছেন, যেহেতু রাজ্য সরকারের বেশ কিছু সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, একুশের শহীদ মঞ্চে তিনি ডাক পেতেন, তাছাড়া বাংলা নাট্য একাডেমীর সদস্য ছিল, সেই কারণে হয়তো তাকে বঞ্চিত করা হলো । তবে নাটক থেমে থাকবে না, নাটক চলবে, সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্স করে তাদের পরবর্তী কর্মসূচির কথা জানাবেন বলে জানিয়েছেন নাট্যমূখের পরিচালক অভি চক্রবর্তী । কেন্দ্রীয় অনুদান থেকে সদ্য বঞ্চিত গোবরডাঙ্গা শিল্পায়ন নাট্য সংস্থার পরিচালক আসিস চট্টোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
নাট্যজগতের একাংশের মতে, যে ভাবে রিপোর্টে কারণ দেখানো হয়েছে, তা কেন্দ্রীয় সরকারের পক্ষে জানা সম্ভব নয় । অনেকেই মনে করছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলার দলগুলিকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়েছে । আগামী ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করে রাজ্যের একাধিক নাট্যদল এই বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরবে । প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও তারা যেতে রাজি, এমন আঁচও পাওয়া যাচ্ছে ।