সাবের আলি, সালার, আপনজন: এক দিকে অধিকাংশ বাইক আরোহীর হেলমেট না- পরার অভ্যাস, অন্য দিকে বেহাল রাস্তা। বাইক স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর আহত তিন। রবিবার বিকেল এই ঘটনা পূর্ব বর্ধমান জেলার বিরুরি গ্রামের। পুলিশ জানিয়েছে মৃতদের নাম খোকাবাবু শেখ বয়স ২১ তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বিন্দারপুর গ্রামে, অপর মৃত যুবকের নাম সুজন শেখ বয়স ১৮ তার বাড়ি বড়ঞা থানার পাঁচথুপি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বিকেলে ওই দুই বাইক আরোহী কেতুগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন, অপর দিক থেকে দ্রুত গতিতে স্কারফিউ গাড়িটি আনখোনা গ্রামের উদ্দেশ্যে আসছিলেন। দ্রুত গতিতে আসার ফলে আনখোনা ও বিরুরী গ্রামের মাঝামাঝি ফাঁকা মাঠের রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান ওই দুই বাইক আরোহী। আহত হন স্কারফিউ গাড়িতে থাকা তিন যাত্রী কে। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জখমদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দুই বাইক আরোহী যুবককে মৃত বলে ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা। আহতদের কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে দুই বন্ধু একজনের বাড়ি ভরতপুর থানার বিন্দারপুর গ্রামে। অপরজনের বাড়ি বড়ঞা থানার পাঁচথীবি গ্রামে। খোকাবাবু নামে ওই যুবক ফোন করে সুজন শেখ কে। বলে চলো ঘুরে আসি আত্মীয়র বাড়ি থেকে এই বলে দুজনে বাড়ি থেকে বের হয়। আত্মীয়র বাড়ি পৌঁছানোর পর। তারা কেতুগ্রাম থানার উদ্দেশ্যে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ মর্মান্তিক দুর্ঘটনা দুই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এই সড়কের উপরে বারবার বাইক দুর্ঘটনা ঘটায় প্রশ্নের মুখে পড়েছে রাস্তার অবস্থা এবং পুলিশের ভূমিকা। জেলা পুলিশের এক আধিকারিক যদিও বলেন, "হেলমেট না পারার কারণে "দ্রুত গতিতে গাড়ি চালানোর । তাই পথ দুর্ঘটনা এড়াতে বিভিন্ন মোড়ে পুলিশে কর্মীদের কাজে লাগানো হয়। তবে তাঁরা যান নিয়ন্ত্রণ করতে পারলেও গতি নিয়ন্ত্রণ করা বা হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা আটকানো তাঁদের পক্ষে সম্ভব নয়।” তাঁর দাবি, এই সড়ক সড়কের উপরে বাইক আটকে হেলমেট পরীক্ষা করাও সম্ভব নয়। গতি নিয়ন্ত্রণ এবং হেলমেট পরার ক্ষেত্রে সাধারণ মানুষ বিশেষত যুবকদের আরও সতর্ক ও সচেতন হওয়া দরকার বলেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct