আপনজন ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়েছে সামাজিক মাধ্যমে সমবেদনা জানিয়েছিলেন এনজো ফার্নান্দেজ। এবার আর্জেন্টিনার বিশ্বকাপ ও কোপাজয়ী মিডফিল্ডারের পর বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন স্পেনের মিডফিল্ডার পাবলো গাভি।
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সমবেদনা জানিয়েছেন ১৯ বছর বয়সী গাভি। বার্সেলোর উদীয়মান মিডফিল্ডার সামাজিক মাধ্যমে ফেসবুকে লিখেছেন,‘ বাংলাদেশে যা হয়েছে, তা শুনে মর্মাহত।
আশা করি যত দ্রুত সম্ভব আপনারা এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন। আপনাদের প্রতি আমার সমবেদনা।’
গতকাল চেলসি ও আর্জেন্টিনার মিডফিল্ডার ফার্নান্দেজ লিখেছিলেন ‘আমার সকল বাংলাদেশি ভক্তদের জানাচ্ছি। আমি আপনাদের শুনছি এবং আপনাদের জন্য আমার প্রার্থনা রইল ‘ গত মাসের ১৯ জুলাইও পোস্ট দিয়েছিলেন ফার্নান্দেজ। সেদিন লিখেছিলেন,‘বাংলাদেশের যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য প্রার্থনা ও সহমর্মিতা রইল।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct