আপনজন ডেস্ক: ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার একটি হাসপাতাল কম্পাউন্ডের ভেতর দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রোববার চালানো এ হামলায় এ নিয়ে মোট ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, আল-আকসা হাসপাতালের অভ্যন্তরে একটি তাঁবু লক্ষ্য করে হামলাটি চালায় ইসরায়েল। সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। হামলায় তাঁবুটিতে আগুন ধরে যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা হাসপাতালে অবস্থারত জঙ্গিদের লক্ষ্য করে হামলাটি চালিয়েছে যারা সেখানে থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছিল। বিবৃতিতে সেনাবাহিনী আরো জানিয়েছে গত ২৪ ঘণ্টায় পুরো উপত্যকাজুড়ে জঙ্গিদের সেলসহ মোট ৫০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা। হাসপাতাল কম্পাউন্ডটি দেইর আল-বালাহ এলাকায়, যেখানে উপত্যকার অন্যান্য এলাকা থেকে বাস্তুচ্যুত হওয়া কয়েক হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct