আপনজন ডেস্ক: ফুটবল দুনিয়ায় আগামী দিনের তারকা হিসেবে যাঁদের নাম উচ্চারিত হচ্ছে, লামিনে ইয়ামাল তাঁদের একজন। স্পেনের ইউরো–জয়ের অন্যতম এ নায়ক বল পায়ে রীতিমতো জাদু দেখিয়ে চলেছেন। ইউরোর সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।
ইয়ামালকে নিয়ে এবার কথা বলেছেন তাঁর ক্লাব বার্সেলোনার সতীর্থ ও অভিজ্ঞ গোলকিপার মার্ক–আন্দ্রে টের স্টেগেন। ইয়ামালের খেলা নিয়ে ভূয়সী প্রশংসা করলেও বলেছেন তাঁকে পা মাটিতে রাখতে।
ইয়ামালের ক্যারিয়ার কেবল শুরু হলেও টের স্টেগেন মনে করেন, অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে তাঁর। বার্সার এই উইঙ্গারকে নিয়ে স্টেগেন বলেছেন, ‘সে মাত্রই তার ক্যারিয়ার শুরু করল। এর মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো শিরোপা জিতেছে, যা সে কখনো ভুলতে পারবে না। আমি আশা করি, সে আরও অনেক বেশি শিরোপা জিতবে। আমি চাই প্রতিবছর তার শিরোপা জেতার আকাঙ্ক্ষা অটুট থাকুক।’
ইয়ামালের মধ্যে দারুণ সম্ভাবনা দেখলেও, তাঁকে পা মাটিতে রেখে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন স্টেগেন, ‘সে এখনই দুর্দান্ত অবস্থায় আছে। আমি আশা করছি, সে আরও ভালো করবে। ক্যারিয়ার মাত্রই শুরু হলো। সামনে আরও অনেকগুলো বছর পড়ে আছে। তাকে মাটিতে পা রাখতে হবে।’
এ সময় টের স্টেগেন বার্সার নতুন কোচ হানসি ফ্লিককেও নিয়েও কথা বলেছেন, ‘শারীরিক দিক থেকে তাঁর কাজ করার ধরন দারুণ। তিনি হাই প্রেস করে খেলাতে চান। তাঁর দল পরিচালনা করার কৌশল দারুণ এবং তিনি সব সময় সবার মনোযোগ প্রত্যাশা করেন, সবাইকে শারীরিকভাবে তৎপর দেখতে চান।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct