সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বৃষ্টির জলে পুষ্ট খালের ওপড় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জমিতে চাষ করতে যাবার পথে জলে ডুবে বেঘরে প্রাণ গেল এক কৃষকের ।
পাত্রসায়ের ব্লকের পাটীত গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে “পাটীত খাল” এলাকার মানুষের বহুদিনের দাবী ছিল এই খাল পারাপার করার জন্য একটি কংক্রিট সেতুর। সুবিধা হতো কৃষকদের চাষাবাদে। অভিযোগ প্রশাসন কর্ণপাত করেনি। বিগত কয়েকদিন টানা বৃষ্টিতে ফুলে ফেপে ওঠে পার্টির খাল। গতকাল পাটীত গ্রামের বাসিন্দা ৫৪ বছর বয়সী উপানন্দ মণ্ডল পেশায়ক কৃষক খাল পেরিয়ে নিজের জমিতে চাষ করতে যাচ্ছিল জীবনের ঝুঁকি নিয়ে। হঠাৎ করেই অসতর্কবশত খালের জলে তলিয়ে যায় ওই কৃষক। খবর যায় গ্রামে ও পরিবারের কাছে।
বহু খোঁজাখুঁজি করার পর তাকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় বিষ্ণুপুর বিপর্যয় মোকাবেলা দপ্তরে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা। স্পিড বোর্ড নামিয়ে সন্ধে পর্যন্ত বহু খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি ওই কৃষককে নিরাশ হয়ে ফিরতে হয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীদের। আজ সকালে পুনরায় পরিবারের লোকজন ও গ্রামবাসীরা খালের জলে বহু খোঁজাখুঁজি করার পর। ওই কৃষককে জলে ভাসতে দেখে অপর এক কৃষক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় পাত্রসায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে পাত্রসায় থানা পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে।
এ বিষয়ে পাত্রসায়রের বিডিও সুভাষ বিশ্বাসকে ফোন করা হলে তিনি বলেন , সমস্ত কৃষক যে স্থান দিয়ে পারাপার করে সেখান দিয়ে পারাপার না করে অন্য জায়গা দিয়ে খাল পেরেতে গিয়েই এই বিপত্তি ঘটে । তবে ওই এলাকায় পারাপারের জন্য একটি ব্রিজের প্রয়োজন রয়েছে কৃষকদের দাবি মত পাত্রসায়েরের বিডিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা জানিয়েছেন যাতে করে ওই স্থানে দ্রুত একটি ব্রিজ বা সেতু তৈরি করা হয় ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct