দেবাশীষ পাল, মালদা, আপনজন: ৪১ টি মোবাইল বাজেয়াপ্ত হল পরীক্ষার্থীদের কাছ থেকে। এএনএমের পরীক্ষা দিতে এসে, লুকোনো অবস্থায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় তাদের বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন। পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত ৪১ টি মোবাইল ফোন।
ঘটনা মালদহের আক্রুরমনি হাই স্কুলের। জানা যায় এই পরীক্ষা কেন্দ্রে চাকরি প্রার্থীরা লুকোনো অবস্থায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করাই তাদের ফোন বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ। পরে পুলিশের হাতে ফোনগুলি তুলে দেওয়া হয়। জানা যায় আজ জেলা জুড়ে এ এন এমের পরীক্ষা ছিল। ঠিক সেই রকমই আক্রুরমনি হাই স্কুলে চাকরিপ্রার্থীদের সিট পড়েছিল। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় লুকানো অবস্থায় ফোন নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল ৪১ জন চাকরিপ্রার্থীরা। ঠিক সেই সময় তাদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ।
পরীক্ষা শেষে ফোন গুলি ইংলিশ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও চাকরিপ্রার্থীদের দাবি এই ফোনগুলি তারা স্কুল কর্তৃপক্ষকে রাখতে দিয়েছিল।এই নিয়ে পরীক্ষা শেষে সাময়িক উত্তেজনারও সৃষ্টি হয় পরীক্ষা কেন্দ্রের সামনে। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্কুল কর্তৃপক্ষ জানান, কোন মোবাইল ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়নি।
পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় লুকানো অবস্থায় ফোন নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল ৪১ জন চাকরিপ্রার্থীরা। সেই ফোন গুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমাদের আর কোন দায়িত্ব নেই ইংরেজবাজার থানার পুলিশের হাতে ফোনগুলি দেওয়া হয়েছে তাদের তরফে কি ব্যবস্থা নেওয়া হবে তারা জানেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct