আপনজন ডেস্ক: ভারতের লক্ষ্য ছিল ২৪১ রান, ১৩.২ ওভারে বিনা উইকেটেই ৯৭ রান তুলে ফেলেছিল রোহিত শর্মার দল। এরপর এলেন জেফরি ভ্যান্ডারসে। একে ভারতের প্রথম ৬টি উইকেটই নিলেন এ লেগ স্পিনার, তাতেই ভারত চলে যায় খাদের কিনারে। পরে অধিনায়ক চারিত আসালাঙ্কা এসে নেন ৩ উইকেট। ২০৮ রানে গুটিয়ে গিয়ে কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ভারত হেরেছে ৩২ রানে। প্রথম ম্যাচে রোমাঞ্চকর টাই হওয়ার পর এ ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকেরা। রানতাড়ায় ভারত অধিনায়ক রোহিত খেলেন ৪৪ বলে ৬৪ রানের ইনিংস, ২৯ বলেই পূর্ণ করেন ফিফটি। শুবমান গিলের সঙ্গে তাঁর ওপেনিং জুটির সময়ও মনে হচ্ছিল, ভারতের জয় হয়ে দাঁড়াবে সময়ের অপেক্ষা। কিন্তু ১৪তম ওভারের তৃতীয় বলে ভ্যান্ডারসের বলে পাতুম নিশাঙ্কা আউট হওয়ার পর বদলে যায় চিত্র। ভ্যান্ডারসে হয়ে ওঠেন ভয়ঙ্কর। গিল ও বিরাট কোহলি কিছুক্ষণ টিকে ছিলেন। কোহলি অবশ্য আগেই ফিরতে পারতেন, টেলিভিশন আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে জীবন পান রিভিউ নিয়ে। অন্যপ্রান্তে গিলকে ফিরিয়ে আরেকটি উইকেট এনে দেন ভ্যান্ডারসে। তখন ১৭ রানের মধ্যে ভারত হারায় ৪ উইকেট। সবকটিই নেন ভ্যান্ডারসে। ক্যারিয়ারে এর আগে ৫ উইকেট ছিল না তাঁর। এরপর লোকেশ রাহুলকে ফিরিয়ে ষষ্ঠ উইকেটটিও নেন তিনি।
সপ্তম উইকেটে ৬৮ বলে ৩১ রানের জুটি গড়ে একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। তবে বেশি দূর ভারতকে টানতে পারেননি তাঁরা। নিজের বলে অক্ষরের দারুণ ক্যাচ নিয়ে আসালাঙ্কা ভাঙেন সে জুটি। ১৮ রান যোগ করতে শেষ ৩ উইকেট হারিয়ে ৪২.২ ওভারে অলআউট হয় ভারত। ভ্যান্ডারসে ৬ উইকেট নেন মাত্র ৩৩ রানে, আসালাঙ্কা ৩ উইকেট নিতে খরচ করেন ২০ রান।এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা এক সময় ১৩৬ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ সিরাজের বলে কট বিহাইন্ড হন পাতুম নিশাঙ্কা। অবশ্য নিশাঙ্কা ছাড়া শ্রীলঙ্কার প্রথম আট ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁলেও কেউই ফিফটির দেখাও পাননি।
তবে সাতে নামা দুনিত ভেল্লালাগের ৩৯ ও আটে নামা কামিন্দু মেন্ডিসের ৪০ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় শ্রীলঙ্কা। দশে নামা আকিলা দনাঞ্জয়াও অবদান রাখেন ১৩ বলে ১৫ রানের ইনিংসে। শেষ পর্যন্ত ভারতকে আটকাতে যথেষ্ট হয়েছে সেটিই।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৪০/৯
(কামিন্দু ৪০, আভিষ্কা ৪০, ভেল্লালাগে ৩৯; সুন্দর ৩/৩০, কুলদীপ ২/৩৩)।
ভারত: ৪২.২ ওভারে ২০৮
(রোহিত ৬৪, অক্ষর ৪৪, গিল ৩৫; ভ্যান্ডারসে ৬/৩৩, আসালাঙ্কা ৩/২০)।
ফল: শ্রীলঙ্কা ৩২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জেফরি ভ্যান্ডারসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct