আপনজন ডেস্ক: রবিবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) জানিয়েছে, ওয়াকফ বোর্ডের ক্ষমতা কমানো বা লাগাম তারা বরদাস্ত করবে না। একটি প্রেস বিবৃতিতে এআইএমপিএলবি ঘোষণা করেছে যে ওয়াকফ আইন, ২০১৩-তে এমন কোনও পরিবর্তন যা ওয়াকফ সম্পত্তির প্রকৃতি পরিবর্তন করে বা সরকার বা কোনও ব্যক্তির পক্ষে তা দখল করা সহজ করে তোলে তা গ্রহণযোগ্য হবে না।
অভিযোগ, কেন্দ্র ওয়াকফ আইন, ২০১৩-তে প্রায় ৪০টি সংশোধনীর মাধ্যমে ওয়াকফ সম্পত্তির স্থিতি এবং প্রকৃতি পরিবর্তন করতে চাইছে যাতে তাদের দখল সহজ হয়। এছাড়া, প্রতিটি রাজ্যের ওয়াকফ বোর্ডে দুজন করে মহিলা নিয়োগ করার কথা বলা হচ্ছে। আইএমপিএলবি বলেছে যে ওয়াকফ আইন এবং ওয়াকফ সম্পত্তি সংবিধান এবং শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭ দ্বারা সুরক্ষিত ও সরকার এর কোনও াংশ সংশোধন করতে পারে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct