সমীর দাস, কলকাতা, আপনজন: একে ‘গৌরী সেন’ বললে অনেক কম বলা হয়। প্রবল আর্থিক সংকট রাজ্য সরকারের। তার মধ্যে ১৫ হাজার টাকা করে বেড়ে গেলো পূজা অনুদান। এবার ‘খেলা হবে’ অনুদান প্রতি ক্লাবকে আরো ১৫ হাজার টাকা করে। বিধানসভা নির্বাচনে জয়ের পর খেলা হবে দিবস পালনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্যে ১৬ অগস্টের দিনটিকে বেছে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, ১৯৮০ সালের ১৬ অগস্ট ইডেন গার্ডেন্সে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তাতেই ১৬ জনের মৃত্যু হয়েছিল। এই আবহে সেই দিনটিকে ‘ফুটবল লাভার্স ডে’ হিসেবে পালন করা হয় ময়দানে। সেজন্য ১৬ অগস্টকে বেছে নেন মুখ্যমন্ত্রী।
একথা তো ঠিক ক্লাব মানেই একদম নতুন প্রজন্ম। তারা উদ্দাম গতিতে এগিয়ে যেতে পারে। আবার তারাই নির্বাচনও করাতে পারে। তাই ক্লাব হাতে রাখতেই হবে। সেই কারণেই পুজো অনুদান, বার্ষিক অন্যান্য অনুদান আর এবার ‘খেলা হবে’ অনুদান। নাগরিক মহল বলছেন, ‘এ খেলা চলবে নিরন্তর।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct