দেবাশীষ পাল, মালদা, আপনজন: জল যন্ত্রণায় ভুগছে গ্রামবাসী, বৃষ্টিতে কোথাও হাঁটু, কোথাও প্রায় কোমড় সমান জল। বেহাল নিকাশির জেরে কার্যত ঘরবন্দী মানুষ। জলে ডুবে এলাকার রাস্তাঘাট।এই ছবি মালদহের হবিবপুরের আইহো পঞ্চায়েতের বক্সীনগর, বিবেকানন্দপল্লী,ভরপাড়া সহ বিভিন্ন এলাকার। চরম দুর্ভোগে পড়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
মালদহের আইহো পঞ্চায়েতের জমা হয়েছে আশেপাশের বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল জমে। এলাকায় জল নিকাশি নেই। যেসব নর্দমা ড্রেন আবর্জনা জমা হয়ে নিকাশের পথ বন্ধ। দীর্ঘদিনের ব্যবধানে শুক্রবার ভারী বৃষ্টি হয় মালদহে। এলাকায় মানুষজনের বাজারহাট, চিকিৎসা, স্কুল,কলেজ যাতায়াত সবই হয় বন্ধ, নয়তো পার হতে হচ্ছে জল ভেঙে। এমনকী পানীয় জলের কল পর্যন্ত জলের তলায়। ফলে খাবার জল সংগ্রহ করতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে। প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা বিপাকে পড়েছেন। সকলেরই দাবি, জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
এদিকে নিকাশির ব্যর্থতা নিয়ে শুরু হয়েছে তৃণমূল- বিজেপি চাপানউতোর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct