জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: এক হাটু জলে নেমে পড়লেন বিধায়ক, হুগলির বহু জায়গাতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি, গ্রামকে গ্রাম ডুবে গেছে’ ভাসছে ঘরবাড়ি দেখার কেউ নেই বলার কেউ নেই, সেই প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জানা যাচ্ছে চুঁচুড়া বিধানসভার পোলবা পঞ্চায়েতের চড়ুইডাঙ্গা ও আঁতুড়গড় দুটি গ্রাম এই মুহূর্তে জলের তলায়, ডুবে গেছে সমস্ত বাড়িঘর গ্রামের সমস্ত মানুষকে আশ্রয়িত হতে হয়েছে পোলবা গার্লস হাইস্কুলে, সেই সমস্ত প্রত্যন্ত গ্রামগুলি ঘুরে দেখলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সাধারণত দুর্গাপুর থেকে পশ্চিমবঙ্গকে না জানিয়েই ব্রিজের জল ছেড়ে দেওয়ার কারণে জলের তলায় চলে গেছে বাংলার বহু গ্রাম, আস্তে আস্তে এখনো জল ঢুকছে হুগলিতে আশঙ্কা বহু গ্রাম জলের তলায় চলে যেতে পারে, এদিন বিধায়ক গ্রামগুলি পরিদর্শনে গিয়ে নেমে পড়লেন এক হাঁটু জলে, ঘুরে দেখলেন পুরো গ্রাম, যে জলে সাধারণ মানুষ নামতে ভয় পাচ্ছে, সেই জলে নেমে পড়লেন বিধায়ক, তিনি বললেন আমার বিধানসভার মানুষদের পাশে আমাকেই থাকতে হবে তাই মানুষ অসুবিধায় পড়লে আমাকেই দেখতে হবে। এখন আর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না, যখন ভোট হয় তারা আসে আবার ভোট যখন চলে যায় তারা ফিরে যায়, তারা হলেন সিজনাল পাখি, ইতিমধ্যে বিধায়ক পোলবা বিডিওর সাথে কথা বলে স্কুলে আশ্রয় নেওয়া সমস্ত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, তিনি জানালেন বহু ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য দুধের ব্যবস্থা করতে হবে, বিডিওকে বললাম যদি রাত অব্দি ব্যবস্থা হলে ভালো না হলে রাত্রে আমি ব্যবস্থা করে যাব, সাধারণত প্রতিটা মুহূর্তই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে দেখা যায় তার এ্যকটিভ মুডে, কখনো পুকুর বোঝানো কখনো গাছকাটা খবর পেলেই ছুটে যেতে দেখা যায় তাকে। তিনি বললেন আগামী ২০২৬ পর্যন্ত কোন ভোট নেই। কিন্তু আমি মানুষের পাশে থাকব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct